চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আমের চারা রোপণকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই জহির হোসেন (৪৮) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে তিনি মারা যান বলে জানিয়েছেন স্বজনরা। নিহত জহির হোসেন উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে আম গাছের চারা রোপণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, "আমার স্বামী জহির হোসেন ঘরের সামনে আম গাছের চারা রোপণ করতে গেলে ভাসুর বিল্লাল হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
নিহতের প্রতিবেশী আব্দুল হাই জানান, মাত্র ৪০ পয়েন্ট জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আম গাছের চারা রোপণকে কেন্দ্র করে এদিন দুজনের মধ্যে হাতাহাতি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই জহির হোসেনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, "ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং তদন্ত চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :