AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার আলো ছড়াচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন


শিক্ষার আলো ছড়াচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

খুলনা মহানগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।  

অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "একটি জাতিকে গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থান, তেমনি শিক্ষাও অপরিহার্য। কিন্তু দুঃখের বিষয়, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত।" তিনি আরও যোগ করেন, "শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দেশের এক তৃতীয়াংশ মানুষ সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত, কিন্তু তাদের সন্তানরা আধুনিক যুগেও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই স্কুলে যেতে পারে না, আর যারা যায় তারাও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে শিক্ষাজীবন শেষ করতে পারছে না। এটি জাতির জন্য অশনিসংকেত।"

তিনি আরও উল্লেখ করেন, "সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত ছেলে-মেয়েরা তাদের পরিবারের সামগ্রিক অবস্থার পরিবর্তন করতে পারে। কিন্তু দেশের একটি বড় অংশ শিক্ষার আলো থেকে দূরে থাকলে আগামী দিনে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।"  

মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলার আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল, অঞ্চল টিম সদস্য আল ফিদা হোসেন, আজিজুর রহমান, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, জেলা সহ-সভাপতি আলী আকবার মোড়ল, মাওলানা শেখ কামাল হোসেন, আল আমিন গোলদার, জেলা সাধারণ সম্পাদক মু নাজিমুদ্দিন, মহানগরী সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবীর, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ ও কামরুল ইসলাম প্রমুখ।  

 

একুশে সংবাদ/বিএইচ
 

Shwapno
Link copied!