বরিশাল জেলার উজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) শাহ্ মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জি।
এ সময় আরও উপস্থিত ছিলেন-ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :