AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনে হান্নান বাহিনীর ৭ জলদস্যু অস্ত্রসহ আটক


সুন্দরবনে হান্নান বাহিনীর ৭ জলদস্যু অস্ত্রসহ আটক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামে একটি সক্রিয় ডাকাত দল চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাহিনীটি ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাতভর অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখসহ ৫ জনকে আটক করা হয়। পরে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আরও এক সহযোগী, মোঃ হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যরা মাসিক ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেত। আটককৃতরা হলেন- মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান(৪৭), মোঃহোসেন আলী শেখ (৫৫) ও মোঃ হাবিবুর রহমান (৫৫)।

তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্রসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!