টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি বাজারে নানা মোহাম্মদ আলীর সাথে ওরশ শরীফে এসে নিখোঁজ হয় মমিনুল ইসলাম (১৮)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরামান্দ্রপুর এলাকায় নানা মোহাম্মদ আলীর বাড়িতে বেড়াতে যায় মমিন। বুধবার রাতের খাবার শেষে নানার সঙ্গে মুশুদ্দি ওরশ শরীফে যায়। সেখানে ভিড়ের মাঝে মমিন হঠাৎ হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নানা বাড়িতে ফিরে আসেন।
পরদিন সকালে এলাকাবাসী ঝিনাইনদীর পাড়ে একটি ধানক্ষেতে মমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মমিনুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ছোট ঝোপনা গ্রামে। তিনি মোফাজ্জল হোসেনের ছেলে।
নানা মোহাম্মদ আলী বলেন, "রাতে মমিনকে সঙ্গে নিয়ে ওরশ শরীফে গিয়েছিলাম। হঠাৎ করেই সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি, পরে বাড়ি ফিরে আসি। সকালে শুনি ঝিনাইনদীর পাড়ে ধানক্ষেতে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি, সেটা মমিনের লাশ।"
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া জানান, "সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।" তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :