কোটচাঁদপুরে ৬ দিনের ব্যবধানে মটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের তালেশ্বর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় কোটচাঁদপুর এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দাউদ হোসেন (৬২) মারা যান। তিনি কালিগঞ্জ থেকে মটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত হন আরেক শিক্ষক মহিউদ্দিন, যিনি কোটচাঁদপুরের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, দাউদ হোসেনের মৃত্যু কালিগঞ্জ থানার এলাকায় ঘটলেও, তার মরদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :