নীলফামারী জেলার ডিমলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম (৫৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
গত বুধবার, গ্রেপ্তারের আগে রাতে পুলিশ তাকে তার নিজ মালিকানাধীন আলম প্লাজা মার্কেট থেকে আটক করে। শাহ আলম উপজেলার বাবুরহাট গ্রামের মৃত আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে এবং এলাকায় "মামলাবাজ" হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলার অভিযোগ রয়েছে, যার কারণে অনেক পরিবার হয়রানি ও সর্বস্বান্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, মামলা নম্বর ২৬, তারিখ ২৮/৯/২০২৪ অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :