নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিট এন্ড গ্রেট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে অবস্থিত স্টেট ইউনিার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হাই শিকদার, স্বাগত বক্তব্য রাখেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহকারী অধ্যাপক, প্রক্টর, সিএসই, শাহ রেজা এম ফাহাদ হোসেন, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
এসময় প্রধান অতিথি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হাই শিকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাফল্য হলো দুষ্ট মেয়েদের মত সে তোমাকে ধরা দেয় তো দিচ্ছে না। সাফল্যের পিছনে ছুটতে ছুটতে এক সময় ক্লান্ত হয়ে যাবে কিন্তু হার মানা যাবেনা। দেখবে একটা সময় সাফল্য নিজে এসে তোমার দরজায় কড়া নারবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পুরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। নিজের উপর বিশ্বাস রাখো তা হলে তোমরা যা কিছু করতে চাও তাই করতে পারবে। এ সময় তিনি উদাহরণ স্বরূপ শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সফলতার গল্প তুলে ধরেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :