৬ দিনের ব্যবধানে কোটচাঁদপুরে আরো এক স্কুল শিক্ষক মটর সাইকেল আরোহী দাউদ হোসেনের মৃত্যু। বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর - কালিগঞ্জ সড়কের তালেশ্বর নামক স্থানে। পিকাপ ভ্যানের ধাক্কায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
জানা যায়,দাউদ হোসেন (৬২)। বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় কালিগঞ্জ থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর - কালিগঞ্জ সড়কের তালেশ্বর পৌছালে পিকাপ ভ্যানে ধাক্কা দেন ওই শিক্ষককে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষনা দেন।
তিনি কোটচাঁদপুর এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দাউদ হোসেন কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনাগ্রাী রেখে গেছেন।
এ দিকে গেল শনিবার (২২ ফেব্রুয়ারী) ট্যাকের ধাক্কায় গুরুতর আহত হন শিক্ষক মহিউদ্দিন। পরে হাসপাতালে নেবার পর তিনি মারা যান। ওই শিক্ষক কোটচাঁদপুরের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন বলেন,ঘটনাটি কালিগঞ্জ থানার ভিতর। তবে মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এ কারনে সুরতহাল করবেন আমাদের থানা পুলিশ। খবর পেয়ে থানার উপপরিদর্শক এসআই তবিবর রহমান ঘটনাস্থলে গেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :