কোটচাঁদপুরে এক কৃষকের ১৬ শতক জমির পেপে গাছ কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সোয়াদি গ্রামের ঈদগা মাঠে। ওই ঘটনায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষকের।
ভুক্তভোগী কৃষক ইউনুচ আলী বলেন,আমি কৃষকের ছেলে।ছোট বেলা থেকে চাষ কাজ করে আসছি। এ বছর আমি ধান, ড্রাগন, ভূট্রার ও পেপের চাষ করেছি। বুধবার বিকেলে পেপে বাগানে ঔষধ দেয়া হয়। আর রাতে কে বা কাহারা ওই পেপে গাছগুলো কেটে দিয়েছে।
তিনি বলেন,দুই মাটে দেড় বিঘা জমিতে পেপের চাষ ছিল আমার। যার মধ্যে ঈদগা মাঠে ১৬ শতক জমির পেপে গাছ কেটে দিয়েছে। যাতে করে আমার ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
পেপে গাছ কাটা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় অভিযোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক( এসআই) হারুন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :