AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলাপাড়া ডেভিল হান্ডে ৪লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৬


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
কলাপাড়া ডেভিল হান্ডে ৪লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় র‍্যাব ও কোস্টগার্ডের  যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ড" পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত    র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর আভিযানিক দল ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুরের সমন্বয়ে কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ওই এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১লাখ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০) ও খলিল আহম্মদ (৩৯)। 

আটককৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়।পরে পরিত্যক্ত অবস্থায় আরো ৩লাখ পিস ইয়াবাসহ মোট ৪লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।জব্দকৃত আলামতসহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব কর্মকর্তা বলেন, ভবিষ্যতে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!