সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে মালবাহী ট্রাকের চাকা দেবে গিয়ে ট্রাকটি আটকে যাওয়ায় জেলা শহর, রাজধানী ঢাকা ও দিরাই শাল্লার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে চরম র্দূভোগে পড়েছেন গন্থব্যে যাওয়া যাত্রীরা।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে দিরাইগামী একটি ট্রাক ভারি মালামাল নিয়ে মদনপুর বেইলি সেতুতে উঠলে সেতুর একটি পাটাতন দেবে যায়। সেতুর দেবে যাওয়া পাটাতনে ট্রাকের চাকা আটকে গেলে বন্ধ হয়ে যায় যান চলাচল।। এতে দুইপাশের শতাধিক যানবাহন আটকাপড়ে চরম দূভোর্গে পড়েছেন সাধারন যাত্রীরা। হয়। সকাল থেকে কোনো পরিবহন গন্থব্য যেতে পারেনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ জানিয়েছেন, সেতুতে আটকে থাকা ট্রাক সরাতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে এতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :