রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৮২ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানা পুলিশের এসআই বিল্লাল হোসেন ও এসআই আব্বাস উদ্দিন সংগীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধুপাখালি গ্রামের হাকিম আলী শেখের ছেলে এবাদত শেখ (২৬) ও একই উপজেলার কাচরন্দ গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে রাসেল গাজী (৪৭)।
পুলিশ জানায়, অভিযানে এবাদত শেখের কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন এবং রাসেল গাজীর কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :