রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য পণ্যের দাম সহনীয় রাখার দাবিতে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আয়োজনে কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মেডিকেল মোড়- প্রসাদপুর বাজার- উপজেলা চত্ত্বর- প্রসাদপুর চারমাথা পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এরপর প্রসাদপুর বাজার গোলচত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ৪৯ নওগাঁ ৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির,যুব বিভাগ, শ্রমিক ফেডারেশনসহ জামায়াতের সহযোগী সংগঠনের প্রায় সহশ্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে প্রসাদপুর বাজার গোলচত্ত্বরে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় ও আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও ৪৯ নওগাঁ ৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোস্তফা আল-আমিন প্রমূখ।
এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা,দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ,বেপর্দা-বেহায়াপনা বন্ধ,পবিত্র সিয়াম সাধনার ব্রতী এবং দুস্থ মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব,কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, মান্দা সদর ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,তেঁতুলিয়া ইউ’পি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :