উপজেলা শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দে মুখর ছিল শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) শুক্রবার বিকেল হতে সন্ধা পর্যন্ত চলে এই পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানে। উপজেলার নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও কালীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও এবং অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান। পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মৃতিচারনের সময় প্রধান অতিথি বলেন, শুধু ভাল ছাত্র নয়, ভাল নাগরিক হিসেবে গড়ে তুলতে।
সূচনা বক্তব্য রাখেন শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ জনাব নুসরাত ফারহানা সীমি, স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী মিরাজ, বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, গাজীপুর জেলা বিএনপি`র আহবায়ক ও সাবেক এমপি এ.কে.এম ফজলুল হক মিলন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, পৌর সভার সাবেক মেয়র লুৎফর রহমানসহ প্রমুখ।
উল্লেখ, ২০০৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে স্থাপিত হয় শিশু মেলা আইডিয়াল স্কুল। পরে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :