শেরপুরের নালিতাবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় নারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে শনিবার (১ মার্চ) বিকেলে শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ফিরোজ আহম্নেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা`র চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
খেলায় স্বপ্ন স্পোর্টস একাডেমির নারী ফুটবলারদের ১-০ গোলে হারিয়ে সামিউল হক স্পোর্টস একাডেমীর নারী ফুটবকাররা বিজয় অর্জন করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :