চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বোতল ও পলিথিন ভর্তি ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ৬নং পোপাদিয়া ইউনিয়নের অন্নপূর্ণা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুছা (৫২), একই ইউনিয়নের মৃত ভোলানাথ আচার্যের ছেলে শংকর আচার্য (৪২) ও মৃত বদিউল আলমের ছেলে মুসলিম উদ্দীন (৪৫)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃত ইউপি সদস্যসহ আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :