AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজান উপলক্ষে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


রমজান উপলক্ষে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে" এ শ্লোগানকে সামনে নিয়ে আত্ম-মানবতার সেবায় নিয়োজিত রাজবাড়ী জেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান কালুখালী উপজেলাধীন সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঢাকায় বসবাসরত একটি পরিবার এর অর্থায়ণে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ও মাগুরা জেলার ২‍‍`শত হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

শুক্রবার (২৮ জানুয়ারি) আরএসইউএফ এর নিজস্ব কাম্প্যাসে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ , ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা ও ১ কেজি মুড়িসহ ৯‍‍`ধরণের উপকরণসহ ৩৯ কেজির প্যাকেজ ।                  

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের সদস্য মোঃ আমজাদ হোসেন মাস্টার, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হায়াত আলী, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ডা. মোহাম্মদ গোলাম নবী, মনিরুজ্জামান প্রমুখ। উক্ত বিতরণ অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান।                                                                                                             

খাদ্য সামগ্রী বিতরনকালে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম বলেন, এমন একজন মানুষের সহায়তায় আমরা এ মহৎ কাজটি করছি, যিনি তাঁর নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। আমরা তার পরিবার ও মরহুম পিতামাতার জন্য দোয়া করি এবং এই পরিবারটিকে যেন আল্লাহপাক আরও ভাল কাজ করার তৌফিক দান করেন । 

তিনি আরও বলেন, আমরা পাংশা উপজেলা ও শ্রীপুর উপজেলায় টিউবওয়েল স্থাপন  প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি সেখানেও এই ব্যক্তি সহায়তা করেছেন। আপনারা যারা এ খাদ্য সামগ্রী নিচ্ছেন তাদের জন্য ও আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনারা এটা দান মনে করবেন না আমার দান করার সার্মথ্য নেই এটা আপনাদের জন্য মাহে রমজানের উপহার।  আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে আমাদের জন্য দোয়া করবেন। খাদ্য সামগ্রী বিতরন পূর্বে ওই মহাণ পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!