পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে গলাচিপা উপজেলা ও পৌর যুবদল।
শনিবার (১ মার্চ) বিকালে আসর নামাজের পর পৌরমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চে এসে মিছিলটি শেষে হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান শাহিন খন্দকার, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিন্টু,
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহির মুন্সী, পৌর যুবদলের ১ নম্বর সদস্য মাহবুবুর রহমান বাবুলসহ সকল ইউনিয়ন ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
মশিউর রহমান শাহিন খন্দকার বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। সিনেমা হল বন্ধসহ সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :