চাঁদপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার বাঘড়ার সাবদী, লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া রামদাসী এলাকায় দুপুর ১টার দিকে এবং হাজীগঞ্জ উপজেলার রায়েরগঞ্জ এলাকায় ঘটনাগুলো ঘটে।
নিহত শিশুরা হলেন- মিরাজ (১ বছর নয় মাস), পিতা আহমদ শেখ, বাঘড়া বাজার সাবদী গ্রাম, মাইমুনা (৩ বছর), পিতা শহিদ, লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রাম, চাঁদপুর সদর উপজেলা এবং জুনায়েদ (২), পিতা সাদ্দাম হোসেন, হাজীগঞ্জ উপজেলার রায়েরগঞ্জ গ্রাম। পৃথক তিনটি দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর বিষয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার দুপুরে পানিতে পড়া শিশু তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এ সময় কর্মরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :