পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালি নরসিংদী জেলা ছাত্রশিবির। শনিবার (১ মার্চ) বিকেলে নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন ও জেলা সেক্রেটারি তৌহিদুল ইসলামের নেতৃত্বে র্যালিটি ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে বের হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজান শুরুর পূর্বে শিক্ষার্থীদের ক্লাস রুটিন পরিবর্তন করার জন্য শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ জানাই। মাহে রমজানের পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করতে হবে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি স্কুল, কলেজে নামাজের ব্যবস্থা করে রমজানের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি রমজানের মাধ্যমে আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে। সকল ধর্মের মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। সাম্য, শান্তি, সুশিক্ষিত আদর্শ ছাত্র ও সুনাগরিক গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহফুজ ভূইয়া, জেলা শিবির নেতা রাকিব প্রধান, মাহফুজ, আমিনুল ইসলাম, শাহীন ও মুজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :