AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত-৬


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৯:১১ পিএম, ১ মার্চ, ২০২৫
মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত-৬

জামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে

একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী এ তথ্য জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বিকেলে কয়েক শিশু বাড়ির বাইরে খেলছিল। এ সময় একটি পাগলা কুকুরের আক্রমণে তামান্ন সহ চারজন আহত হয়। তাদের রক্ষা করতে গিয়ে মিলন ও জুয়েল কুকুরের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত লিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । আহত ব্যক্তিরা হলেন, চরপাকেরদহ গ্রামের লাঞ্জুর মেয়ে তামান্না (৬), সবুজ শেখের মেয়ে মহিরা (৫), হাফিজুরের ছেলে লিমন (৬), ইসরাত (৫), অহিজ উদ্দিনের ছেলে মিলন (১৮) ও জুয়েল (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ছয়জন চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে

পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!