মুকসুদপুরে মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের মুসল্লিদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পশ্চিম আকাশে রজমানের চাঁদের দেখা যায়। তারপর থেকেই মুকসুদপুর উপজেলা সদরের কোর্ট মসজিদ, মডেল মসজিদ, জামে মসজিদ, হসপিটাল মসজিদসহ বিভিন্ন মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভীড় দেখা গেছে ।
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা।
তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে হাজির হন। এতে পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদগুলো।
রমজান পেয়ে সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস দেখা গেছে। তারাবির নামাজ আদায়ের পর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :