AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় বন্ধ আরএমজি কারখানায় ডাকাতি, মালামাল লুট


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:০৮ পিএম, ২ মার্চ, ২০২৫
আশুলিয়ায় বন্ধ আরএমজি কারখানায় ডাকাতি, মালামাল লুট

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা  একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নীটওয়্যার লিমিটেডে এই ঘটনা ঘটে। গত বছরের ৫ই জানুয়ারী থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

ম্যাগপাই গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) কায়ছার আলী খান বলেন, গত রাত ৮টা ২০ মিনিটের দিকে ২০ /৩০ জনের একটি ডাকাতদল কারখানাটিতে প্রবেশ করে। পরে ডাকাতরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে কারখানা থেকে ভালো ভালো যত জিনিসপত্র ছিল, ব্যাটারি, আইপিএস, ক্যাবল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় ৮/১০ কোটি টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

সুত্র জানায়, ডাকাতরা লুটপাটের পর লুটকৃত মালামাল একটি ট্রাকে তুলে ভোর রাত ৪ টার দিকে কারখানা ত্যাগ করে। এসময় ডাকাতরা কারখানা সংলগ্ন একটি দোকানেও লুটপাট চালায় বলে জানিয়েছে সুত্রটি।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, ঠিক কি ঘটেছিল সেটি আমরা তদন্ত করছি।

তিনি বলেন, তারা (ডাকাত) সংখ্যায় ৩০ থেকে ৩৫ জন ছিল। সিকিউরিটির লোকজন যেটি বলছে যে রাত ৯টা থেকে ৪ টা পর্যন্ত ছিল ডাকাতরা। কিন্তু এই পুরো সময়ে আমরা একটা কল পর্যন্ত পাইনি, এমনকি ৯৯৯ এও কেউ একটা কল করেনি। কারখানাটি বন্ধ প্রায় ১৪ মাস যাবত। এছাড়াও কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনাপাওনার ইস্যুও আছে। যাহোক আমরা জিজ্ঞাসাবাদ করছি, থানা পুলিশ, সেনাবাহিনীও কাজ করছে। তদন্ত শেষে হয়তো বিস্তারিত বলা যাবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!