বরিশাল জেলার উজিরপুর উপজেলায় "তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া, মোঃ আকরাম হোসেন, সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :