"তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিধায়ক চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিধায়ক চক্রবর্তী বলেন, প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয় এবং এদিন সারাদেশের ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবং নতুন ভোটার নিবন্ধন এবং তথ্য সংশোধন কার্যক্রম গুরুত্বের সঙ্গে পরিচালনা করছে নির্বাচন অফিস।
জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সকলকে ভোটদানে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান বক্তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :