পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৭ থেকে ৮টি গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি খেজুর ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চাউল ৩ কেজি, ডাউল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০ গ্রাম।
ইফতার বিতরণের সময় ইছামতী স্পোর্টিং যুব ও সমাজ কল্যাণ সংঘের সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ শিকদার বলেন, এলাকার কতিপয় তরুণদের নিয়ে এই সংগঠন। এই সামাজিক সংগঠনটি ইতোপূর্বে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে। সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
ইছামতী স্পোর্টিং যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি জুয়েল শিকদার বলেন, এই কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। দেশের যে কোনো প্রাকৃতিক দূর্যোগে সাহায্য সহযোগিতা করা হবে এবং ঈদুল ফিতরে কিছু অসহায় দের মাঝে ঈদ সামগ্রী এবং পোশাক বিতরণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইছামতী স্পোর্টিং যুব ও সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা আব্দুল হাকিম শিকদার, সোহেল শিকদার, আওলাদ শিকদার, সভাপতি জুয়েল শিকদার, সহ-সভাপতি মাহমুদুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক হোসেন শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ শিকদারসহ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :