ময়মনসিংহের নান্দাইলে অসহায় বিধবা ফিরোজা বেগমের পাশে দাঁড়িয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। রোববার (২ মার্চ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নিজেই তাকে দেখতে ছুটে যান বিধবা ফিরোজার বাড়িতে। এসময় তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় বৃদ্ধা ফিরোজা বেগম।স্বামীকে হারিয়েছেন ২৫ বছর আগে।একমাত্র মেয়ে সেও বিধবা। এই নি:স্ব জীবনে সম্বল বলতে কেবলই ভাঙা টিনের একটা ছাপড়া ঘর। খাবার বলতে জোটে দুই বেলায় দুই হাত পেতে যে যা দিয়ে যায় তা।
ইউএনও সারমিনা সাত্তার বলেন,স্থানীয় একটি পত্রিকায় নিউজ দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তাকে দেখতে গিয়েছি। তাকে খাদ্যসামগ্রীসহ সহযোগীতা করতে পেরে ভালো লাগছে।আর যেন কারো কাছে হাত পাত্তে না হয় এমন একটা ব্যবস্থা করবো তার জন্য।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :