আড়াইহাজার উপজেলার প্রভাকরদির মিয়া বাড়ি পুকুর থেকে,মেহেরুন নেছা ( ৯০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২রা মার্চ) দুপুরে উপজেলার প্রভাকরদী মিয়া বাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত মহিলা রুপগঞ্জ উপজেলার হোরগাওঁ গ্রামের আ. মালেক মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মেহেরুন নেছার বাড়ি রুপগঞ্জ উপজেলায়। তিনি গত ১৯ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর ওই দিনই তার ছেলে হানিফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তারা বিভিন্ন এলাকায় মাইকিং করেন। কোথাও পাইনি। সোমবার আড়াইহাজারে একটি লাশ পাওয়া গেছে বলে স্থানীয়রা ফেইসবুকে পোস্ট দেয়। পোস্ট দেখে সোমবার দুপুরে পরিবারের লোক এসে তার লাশ সনাক্ত করেন। মহিলাটি কিছুটা মানষিক রোগী ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে হত্যা না পানিতে পড়ে মারা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :