পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামের এক ভ্রাম্যমান ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩ মার্চ) দুপুর দুইটার দিকে পৌর শহরের ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
তিনি বলেন, অন্তত শতাধিক অনুমোদনহীন কোম্পানীর ঔষধ একটি অটোতে করে বিক্রির উদ্দেশ্যে ফেরি করছিলো বিক্রেতা কাওসার। পরে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করে জরিমানা করা হয় এবং জব্দকৃত ঔষধগুলো পুড়িয়ে ফেলা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :