খুলনার মির্জাপুর রোডে এক মাদকাসক্ত ছেলের দায়ের আঘাতে মা মিনা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহত মিনা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জাপুর রোড থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত মিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মিনা বেগমের ছেলে আকবর সরকার দা দিয়ে তার মায়ের গলায় তিনটি আঘাত করে।
আকবর সরকার মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ বলে জানা গিয়েছে। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মিনা বেগমের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং আকবরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :