AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ মার্চ) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকা থেকে রাজমিস্ত্রি সোহাগ ও সোমবার সকালে রূপগঞ্জ ইউনিয়নের বাগবের এলাকা থেকে গাড়ী চালক সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাজমিস্ত্রি সোহাগ কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার দস্যুদল কাটাখালি এলাকার মৃত আব্দুল মন্নাস মিয়া ছেলে ও চালক সাইফুল ইসলাম রূপগঞ্জের টান মুশুরী এলাকার করিমের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রবিবার রাতে উপজেলার ভায়েলা এলাকার ইসলাম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে নিজ কক্ষে রাজমিস্ত্রি সােহাগের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
অপরদিকে সোমবার সকালে বাগবের এলাকায় শ্বশুর বাড়ীতে ঘরের ভিতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তবে, নিহতের বড় ভাইয়ের দাবী পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে তার শ্বশুর বাড়ীর লোকজন তাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়ে সে বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে ওসি জানান।

উদ্ধার হওয়া দুই মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!