ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং-৩।
মামলা সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) ভোরের দিকে (৩মার্চ) বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের একটি বাড়ি থেকে চার মাদক ব্যবসায়িকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪০০গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার ভোরের দিকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে পৌরসভার কামারগ্রামের মাহফুজুর শেখের বাড়ি থেকে একই স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :