ভৈরব -মেন্দিপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (৩ মার্চ) বেলা ১২ টায় কয়েক শতাধিক সিএনজি চালকসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও কাছে স্মারক লিপি তুলে দেন।
জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় ভৈরব-মেন্দিপুর সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৪টি ইউনিয়নসহ পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দা। ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। অত্র অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ।
সাদেকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, সড়কটি সংস্কারের অভাবে ভৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত চলাচল খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছোট-বড় গর্তের কারণে যাত্রীরা শারীরিকভাবে ঝুঁকিতে রয়েছেন। যদি রাত্রে বেলায় কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে হাসপাতালে নিতে কোন গাড়ি পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দা শেখ কাউছার জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন ৪ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভৈরব শহরে যাতায়ত করে থাকেন। এটি উপজেলার অন্যতম দীর্ঘতম সড়কটি বিগত ১৬ বছরে কোন সংস্কার কাজ হয়নি। যার ফলে কোন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব দ্রত সময়ের মধ্য যদি সংস্কার কাজ করা না হয় তাহলে গ্রামবাসীদের নিয়ে বৃহৎ আন্দোলরের ডাক দিবেন বলে তারা জানান।
এ বিষয়ে ভৈরব নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন জানান, সড়কটি দিয়ে আমিও কয়েক দিন পূর্বে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সত্যিই সড়কটির অবস্থা খুবই বেহাল। কেউ যদি একবার সড়কটি দিয়ে যাতায়াত করেন তাহলে তিনি পরদিন তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন না। এই সড়কটির বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন, সড়ক সংস্কারের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্য তারা সংস্কার কাজ শুরু করবেন বলে তিনি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :