মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর লক্ষে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।
এসময় ট্রাস্কফোর্স বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে মোট ৫টি মামলায় ৯ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে আজ ৩য় দিনের মতো বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজান মাসজুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :