AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাসে তুলে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০১:১৬ পিএম, ৪ মার্চ, ২০২৫
বাসে তুলে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের এক স্টাফের হাতে অটোরিকশাচালক হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছেন সহকর্মীরা। এর প্রতিবাদে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্বজনদের অভিযোগ, তাকওয়া পরিবহনের চালকরা হত্যা করে মরদেহ ফেলে যায়, এ ঘটনায় মামলা নিতে পুলিশ বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তাদের। তাকওয়া পরিবহনের বন্ধের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মহাসড়ক অবরোধ থাকায় কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়েছে।

নিহত অটোরিকশাচালক মো. লিটন মিয়া (৩৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাধখলা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি একজন অটোরিকশাচালক।

নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, ‘সোমবার বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডা হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেয়ার দুই ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত-পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায়।’

নিহতের ছোটভাই মো. আজিজুল অভিযোগ করে বলেন, ‘ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি শুরু করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। আমার ভাইকে ধারালো অস্ত্রে আঘাতে খুন করলো অথচ মামলা করার পরামর্শ দেন সড়ক দুর্ঘটনা। এজন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে। সড়কে এখন হাজার হাজার মানুষ।’

অটোরিকশাচালক মহসিন বলেন, ‘তাকওয়া পরিবহনের বাসের স্টাফরা করতে পারে না এমন কোনো অপরাধ নেই। একজনকে খুন, এটা তো তাদের জন্য খুবই সামান্য কাজ। ওরা বাসে নারীদের ধর্ষণ করতে পারে। শিশুদের ধর্ষণ করতে পারে। আমাদের একজন চালককে তুলে নিয়ে খুন করলো অথচ মামলা নিচ্ছে না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মামলা নেয়া হচ্ছে। তবুও তারা সড়ক ছাড়বে না। তাকওয়া পরিবহন বন্ধ না করলে তারা সড়ক ছাড়বে না। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ কি করে দায়িত্ব পালন করবে। তারা পুলিশকেও রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না।’

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!