এক সমযে রাস্তার পাশে দেখা যেতো ভাইট ফুলের, কালের আবর্তে বিলুপ্তি হতে চলছে এই ফুল।
এটি ঔষুধী গাছ হিসাবে হাকিমদের নিকট পরিচিত। ঋতুরাজ বসন্তের শুরু থেকেই ঝোপ-ঝাড়ে, জঙ্গলে, রাস্তার ধারে। এখানে-সেখানে নিজের সুন্দর রূপ ছড়িয়ে থাকে ভাটি ফুল।
স্থানভেদে এটির নাম ভাইট ফুল, ঘেটু ফুল, ভাত ফুল, ঘণ্টাকর্ণ থাকলেও কুমিল্লার অঞ্চলে ‘ভাইট ফুল’ নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ক্লোরোডেনড্রাম ভিসকোসাম. ভারবেনাসেই গণের এই ফুল ল্যামিয়াসেই পরিবারভুক্ত। এটি ইনফরচুনাটাম প্রজাতির এবং বাংলাদেশের আদি ফুল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :