AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় মিষ্টির দোকানে দুর্ধর্ষ চুরি


কেন্দুয়ায় মিষ্টির দোকানে দুর্ধর্ষ চুরি

নেত্রকোনার কেন্দুয়ায় নিউ বনফুল সুইটস এন্ড ফাস্ট ফুড নামের একটি মিষ্টির  দোকান থেকে নগদ টাকা ও দোকানের মালামাল  চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) রাতের কোন এক সময়ে  উপজেলার মেইন বাজারে কেন্দুয়া থানার নিকটবর্তী এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক বাছির মিয়া জানান, সকালে ৭ টার দিকে খবর পেয়ে দোকানে গিয়ে দেখি দোকান শার্টার ভাঙ্গা এবং দোকান খোলা এবং দোকানের ক্যাশে থানা নগদ দেড় লক্ষ টাকা এবং কসমেটিক সহ দোকানের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চুরেরা। উক্ত ঘটনায় কেন্দূয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দুয়া বাজার কমিটি এবং কেন্দুয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বাজারে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!