AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে উচ্ছেদ অভিযান


সদরপুরে  উচ্ছেদ অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও ভাসমান হকার উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২ টার থেকে ৬টা পর্যন্ত  উপজেলা সদরের  বিভিন্ন রাস্তার  পাশে  অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালে রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ, অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন  দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এতে দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। 


এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ রায়হান মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যাবস্থা নেওয়া হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!