AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধানে "বিসমিল্লাহ" সংযোজনের প্রবর্তক জিয়াউর রহমান: কাজী খায়রুজ্জামান শিপন


সংবিধানে

বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো "বিসমিল্লাহির রহমানির রহিম" সংযোজনের প্রবর্তক ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের শুরুতে এটি অন্তর্ভুক্ত করা হয়। একই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদে "ধর্মবিশ্বাসে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস" সংযোজন করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) মোরেলগঞ্জের ধানসাগর স্কুল মাঠের নবনির্মিত জামে মসজিদ প্রাঙ্গণে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন- বাগেরহাট-৪ আসনের বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। 

প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, "বাংলাদেশের সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, বরং জাতির রাজনৈতিক ও ধর্মীয় চেতনায় এক অনন্য ভূমিকা রেখেছেন। "অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সম্পদ নিজেদের স্বার্থে আত্মসাৎ করছে। 

তিনি এসব ব্যক্তিদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার এই অপচেষ্টা বন্ধ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, সামাদ হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল জোমাদ্দার, শ্রমিকদল উপজেলা সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ শরোনখোলা বিএনপি নেতা এনায়েত হোসেন ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিশেষ মোনাজাতে বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও মুক্তি কামনা করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এতিম ও দুস্থদের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করেন কাজী খায়রুজ্জামান শিপন।


শিপন জানান, রমজান মাসব্যাপী মানবসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমরা অসহায়দের সহায়তা করব, যাতে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। "অনুষ্ঠানটি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় এবং ইফতার শেষে স্থানীয় নেতারা আগামী দিনে রাজনৈতিক ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!