AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থানায় লুট হওয়া অস্ত্র গুলো উদ্ধার না হলে সমাজে হানাহানি বাড়ছে -এ্যানি


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৪:২৮ পিএম, ৫ মার্চ, ২০২৫
থানায় লুট হওয়া অস্ত্র গুলো উদ্ধার না হলে সমাজে হানাহানি বাড়ছে -এ্যানি

কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিভিন্ন সন্ত্রাসীদের হাতে থাকা এবং ৫ আগষ্ট সরকার পতন কে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানায় থেকে লুট হওয়া অস্ত্র গুলো এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন সংস্কার, নির্বাচনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।


সংস্কার, নির্বাচন আয়োজন চলবে অপর দিকে সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে খুন, করবে হানাহানি করবে এমন সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবেনা।


বর্তমান অন্তবর্তি সরকার যদি এসব অবৈধ অস্ত্র উদ্ধার না করে তা হলে সমাজে হানাহানি আরও বাড়বে। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে এসব অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করতে পারে বলে তিনি মন্তব্য করেন।


বুধবার (৫ মার্চ) দুপুরে তার নিজ বাসভবনের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রন্থ ব্যাক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান।


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে চুরি, ছিনতাইসহ নানান অপরাধ বেড়েছে। মানুষের জনমনে উদ্বেগ বেড়েছে বর্তমান সরকার কে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য আমরা বার বার দাবী জানিয়ে আসছি।


পরে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ৪০ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!