AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৪:৩১ পিএম, ৫ মার্চ, ২০২৫
পিরোজপুরে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি

পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। এবং এমন উদ্যোগ নিয়মিত নেয়ার দাবীও জানান স্থানীয়রা।

সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয় ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। সকলের প্রতি আমার আহবান গাছের গায়ে পেরেক বা অন্য কোনো ক্ষতিকর বস্তু না লাগিয়ে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করুন। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথি আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমরা অনেক সময় গাছের গায়ে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন লাগাই। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। কারণ গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে। আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে চাই। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!