গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই, মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হত্যার হুমকি ও চাঁদাবাজির ঘটনায় এজাহার ভুক্ত আসামী রতন খান নামে এক চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলার অন্যতম আসামী মোঃ রতন খানকে (৪৯) আটক করা হয়। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামী রতন খান মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র।
উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, লোহার পাইপ, লাঠিসোটা ও পিস্তল নিয়ে ‘‘ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনে" হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর, ভাংচুর, প্রায় সোয়া পাঁচ লক্ষ টাকা ছিনতাই, হত্যার হুমকি ও দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
এঘটনায় প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ওয়াহেদ বাদী হয়ে মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র মোঃ রতন খান (৪৯), কিরণ খানের পূত্র নাফিজ খান (২০) ও দড়িবাঘুন এলাকার আবুল হোসেনের পূত্র সেলিম (২৫) ও অজ্ঞাত আরোও ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ১১/০২/২৫ ইং।
মামলার তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার (৪ মার্চ)বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এবং ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম। পরিদর্শন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দেন এবং নির্দ্বিধায় ব্যবসা চালু রাখতে কর্মচারীদের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি ঘটনার সঙ্গে জড়িত আসামীদের দ্রুতই গ্রেফতার করতে পারব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :