জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে বকশিগঞ্জ উপজেলা প্রশাসন ও জামালপুর পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে ৩ টি ও বগারচর ইউনিয়নে ১টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪টি ইটভাটার মালিককে ২ লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ইটভাটা গুলো হলো বগার চর ইউনিয়নের থ্রি স্টার ব্রিকস, বাট্টাজোর ইউনিয়নের রহমত ব্রিকস, উজ্জল ব্রিকস ও নাফিজ ব্রিকস।
এ অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ সেনা বাহিনীর টিম, বকশীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :