AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে অবৈধ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৪


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:৫৭ পিএম, ৫ মার্চ, ২০২৫
শ্রীনগরে অবৈধ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার বীরতারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।


অভিযোগ সুত্রে জানা যায়, বীরতারা গ্রামের কাশেম তার জমি বালু ভরাটের কথা জানালে সালেপুর গ্রামের কাবিল হাওলাদারের ছেলে ড্রেজার ব্যবসায়ী নজরুল ভরাট কাজের রেট দেন তিন লক্ষ টাকা এবং একই ভরাট কাজ আড়াই লাখ টাকায় করতে পারবে বলে জানায় বীরতারা গ্রামের শাজাহানের ছেলে মাসুদ। এই নিয়ে  নজরুল ও মাসুদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার ইফতারে পূর্ব মুহুর্তে নজরুল তার লোকজন নিয়ে মাসুদকে মারধর করে আহত করে। এরই জের ধরে বুধবার বেলা ১১টার দিকে নজরুলের নেতৃত্বে তার ভাই সিরাজ,ফটিকের ছেলে উজ্জল, রহমানের ছেলে শাহ-আলম ও তাছেরসহ আরো অজ্ঞাত লোকজন হাতে লাঠি শোঠা নিয়ে বীরতারা প্রাইমারী স্কুল সংলগ্ন বিল্লালের দোকানের সামনে মাসুদকে একা পেয়ে তার উপর পুনরায় হামলা চালিয়ে গুরুত্ব আহত করে। এসময় মাসুদের দুই ভাই রমজান ও ইমরান এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে নজরুল বাহিনী।


এব্যাপারে অভিযুক্ত নজরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা আমার বাড়ীতে এসে হামলা চালায়। এসময় এলাকাবাসী তাদেরকে মারধর করে আহত করে।

 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!