মাগুরার শ্রীপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শ্রীপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিষ্ণুপুর গ্রামের অন্তু দাস, গৌতম দাস, উত্তম দাস, নদে দাস, নকোল গ্রামের মেজবা শেখ, বরিশাট গ্রামের ছমির শেখ ও লাবু, দরিবিলা গ্রামের মাহবুব ও ডলার এবং চৌগাছি গ্রামের মহিদুলকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত সকলে ওয়ারেন্টভূক্ত আসামি। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :