AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় মাদক ব্যবসায়ী ছিনতাই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৭:০৮ পিএম, ৫ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় মাদক ব্যবসায়ী ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক প্রিয় ইসলাম (১৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলা পৌর শহরের গোবিন্দ নগর ওড়াওঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক তাহমুদা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ নগর এলাকায় মাদক ব্যবসায়ী প্রিয়োর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার শয়ন কক্ষ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তাকে হেফাজতে নেয়ার সময় সহযোগী আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) হঠাৎ করে হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামীক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা ইউএনও কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন এবং পরে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ইমরান নামে আরেক মাদকসেবীকে আটক করেন। ইমরান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!