AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছিনিয়ে নেওয়া মুঠোফোনের সূত্রের খোঁজে গিয়ে মিলল ডাকাত চক্র, গ্রেপ্তার ৭


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:৪৪ পিএম, ৬ মার্চ, ২০২৫
ছিনিয়ে নেওয়া মুঠোফোনের সূত্রের খোঁজে গিয়ে মিলল ডাকাত চক্র, গ্রেপ্তার ৭

ঢাকার সাভারে সড়কের পাশ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে একটি ডাকাত চক্র গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এসব তথ্য নিশ্চিত করেন। গতকাল মধ্য রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. কাসেম (৫৫), মো. বজলু মিয়া (৪০), মো. আইয়ুব হোসেন (৩০), মো. আজাদ হোসেন (২৩), মো. বাবু (১৯), মোছা. ফেরদৌসী বেগম (৪০), মোছা. শুসমিতা (১৯)। তারা সবাই জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারী এলাকার বাসিন্দা। তারা সাভারের ব্যাংক কলোনী এলাকার নাবিদুল ইসলাম সাফিনের টিন শেড বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ১ মার্চ সন্ধ্যায় মো. লুৎফর রহমান (৫৫) নামে এক ভুক্তভোগী সাভারের কর্ণপাড়া এলাকার নিজের বাসা থেকে উলাইল যাওয়ার পথে উলাইল বাসস্ট্যান্ডে এইচ আর গার্মেন্টসের সামনে পৌঁছালে দুই নারীসহ ৭-৮ জন ডাকাত তাদের ঘিরে ধরে ভয় দেখিয়ে তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি রাস্তায় টহলরত পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাত দেড়টার দিকে ব্যাংক কলোনী বাজার রোড এলাকার ওই বাড়িটিতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, সাভারে ভাড়া বাসায় থেকে তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যমান ৩ লাখ টাকা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধ রোধ করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!