AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছিনতাই হওয়া কভার্ডভ্যান লৌহজংয়ে উদ্ধার, আটক-৩


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:১৬ পিএম, ৬ মার্চ, ২০২৫
ছিনতাই হওয়া কভার্ডভ্যান লৌহজংয়ে উদ্ধার, আটক-৩

নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ছিনতাই হওয়া ২৭০০ কেজি গার্মেন্টসের সুতাবোঝাই কাভার্ডভ্যান নিয়ে পালানোর সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েছেন। খবর পেয়ে কাভার্ডভ্যানসহ ৩ ব্যক্তিকে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে লৌহজংয়ের হলদিয়া এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খায় একটি কাভার্ডভ্যান। এসময় ক্ষতিগ্রস্থ হয় বৈদ্যুতিক মিটার। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাহনটিকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হচ্ছেন- আব্দুর রহমান, মো. মনির গাজী ও আকাশ শেখ।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কাভার্ডভ্যানটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

ফতুল্লা থানা পুলিশের বরাতে লৌহজং থানার ওসি বলেন, বুধবার রাতে গাজিপুরের শ্রীপুর থেকে ২৭০০ কেজি সূতাবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে চালক ফতুল্লা এলাকায় আসেন। এসময় তিনি বিশ্রামের জন্য বাড়িতে গেলে এই চক্রটি কাভার্ডভ্যানটি চুরি করে চালিয়ে নিয়ে রওনা হয়। পথে লৌহজংয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা ধরা পড়ে।

ওসি আরও জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় চুরির মামলা দায়ের শেষে আটককৃতদের হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!