নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল কাজীকে (৬৫) গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার কাপাসটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান।
নজরুল কাজী উপজেলার হাজীনগর ইউনিয়নের কাপাসটিয়া এলাকার মৃত মোজাফফর কাজীর ছেলে। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। এই মামলায় ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২০০ জনকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার আসামি হিসেবে নজরুল কাজীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :